Paranormal Society BD- ফয়েজ লেক রহস্য- পর্ব ১

ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত মানব নির্মিত একটি লেক।

 ১৯২৪ সালে এই লেকটি খনন করা হয়।  লেকটি খনন কাজের সাথে প্রধান কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন প্রকৌশলী ফয়েজ। প্রকৌশলী ফয়ে’সের নামানুসারে লেকটির নামকরণ করা হয় ফয়েজ লেক। 
এই লেকটি তৈরীর উদ্দেশ্য ছিল রেল কোলনীতে বসবাসকারী লোকদের কাছে পানি পৌঁছানো।

ফয়েজ লেক দিনের
বেলা আনন্দ আর উৎসবের এলাকা হলেও
রাতের বেলা ১টি ভৌতিক
জায়গাতে পরিণত হয়।

লেকের
১টা সাইড আছে যেখানে বোট
নিয়ে যাওয়া নিষেধ।

সেখানে ১টা ওয়ার্নিং বোর্ডও
লাগানো আছে।। শোনা যায় যে, ঐ
সাইডটাতে একটা পাথরের দ্বীপ
আছে এবং একবার কেউ
ওইপাশে চলে গেলে সে আর সহজে পথ
খুঁজে পায় না।
 অনেকেই দূর
থেকে ঐ দ্বীপটাতে একটা মেয়েকে ঘুরে বেড়াতে
বিভিন্ন জনের বর্ণনা থেকে জানা যায়,
মেয়েটা একটা সাদা জামা পড়ে থাকে,
তার চুল ছাড়া থাকে, এবং লক্ষ্য
করলে বুঝা যায় কোনও কারণে তার মন
বিষণ্ণ।
 অনেকে মনে করে থাকেন
 এইখানে দুটি মেয়ের আত্মা একসাথে থাকে।
 যেখানে একজন মানুষ কে যেখানে একজন মানুষ কে হয় এবং পথ ভুলিয়ে দিয়ে
 অন্য জন মানুষকে রক্ষায় এবং তাকে পথ চিনে যেতে সাহায্য করে।
 যদিও সেটা নিছোক লোককথা।

 যদিও এখানে অনেক মানুষ পথ হারিয়েছে এবং অনেক মানুষ নিখোঁজ হয়েছে।

 কিন্তু সেটার কারণ এইটাও না হতে পারে।
 আবার হতেও পারে আবার হতেও পারে।
 আশা করি শিগগিরই আমরা এর আসল ঘটনাটি জানতে পারবো।
 ফয়েজ লেকের রহস্য আমরা শিগগিরই উন্মোচন করব আশা করি সাথে থাকবেন।
 ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন